ব্রেক্সিট ইস্যুতে পাউন্ড-এর চাহিদা ক্রমহ্রাসমান

ডলার-এর বিপরীতে জিবিপি-কে আমরা গতকাল ১.২৭০৫ লেভেল পর্যন্ত মুভ করতে দেখেছি। কিন্তু ব্রেক্সিট চুক্তির অমীমাংসিত অবস্থার জন্য মার্কেট বেশীক্ষণ ওই লেভেল এ স্থায়ী হতে পারেনি। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আর মাত্র ১০১ দিন বাকি। এখনও প্রধানমন্ত্রী মে’র ব্রেক্সিট চুক্তির বিরোধিতা করে যাচ্ছেন এমপি’রা। এই পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত চুক্তি ছাড়া ব্রেক্সিট হওয়ার সম্ভাবনা রয়েছে।



বর্তমান মার্কেট রেট ১.২৬৫০ থেকে যদি প্রাইস বাড়তে শুরু করে তাহলে ১.২৭২০ লেভেল থেকেও আরও উপরে চলে যেতে পারে। আর যদি এই লেভেল থেকে প্রাইস কমতে থাকে তাহলে ইতিপূর্বে আমরা বলেছি মার্কেট ১.২৫৯০ লেভেল ব্রেক করে আরও নিচে চলে যেতে পারে। 


Post a Comment

Previous Post Next Post