ব্রেক্সিট নিয়ে আলোচনার সুযোগ নেইঃ ইইউ


ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নেতৃত্ব ভোটে জয়লাভের পর জিবিপি-ইউএসডি পেয়ার দিনের শুরুতে ১.২৬৮৬ প্রাইসে উঠে যায়। ব্রাসেলসে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে ইইউ নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ব্রেক্সিট নিয়ে আলোচনার আর কোনও সুযোগ নেই তবে বিষয়টি ব্যাখ্যা করা যেতে পারে। ইইউ নেতাদের আস্থার অভাবে ব্রেক্সিট চুক্তি নিয়ে হাউস অফ কমনসের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী মে। ডলার এর বিপরীতে পাউন্ড ১.২৬০৯ রেঞ্জে নেমে আসে এই নিউজ এর প্রভাবে। 



জিবিপি-ইউএসডি পেয়ার বেয়ারিশ ২০ simple moving average line (SMA) এর উপরে এবং ২০০ expotential moving average (EMA) এর অনেক নিচে ১.২৬৮৬ থেকে ১.২৬০৯ রেঞ্জে অবস্থান করছিল, যেটা ২০০ expotential moving average line (EMA) ১.২৮২০ লেভেলে নিম্নগামী হয় যেখানে টেকনিক্যাল ইনডিকেটর বেয়ারিশ মুভমেন্ট নির্দেশ করছিল। নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা যে মার্কেট এর পরবর্তী মুভমেন্ট বেয়ারিশ হবে কিনা, তবে ফান্ডাম্যানটাল এনালাইসিস তাই বলছে।
 
 ফরেক্স-এ অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন

Post a Comment

Previous Post Next Post